লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন (টিপু) সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন। গত শনিবার পোস্টে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘দোয়ার দরখাস্ত’। সরকার পতনের পর আত্মগোপনে যাওয়ার পর এটি তাঁর প্রথম ফেসবুক পোস্ট। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, গত ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর সালাহ উদ্দিন ও তাঁর সহযোগীরা গুলি চালান বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় চার শিক্ষার্থী নিহত ও শতাধিক আহত হন। পরদিন, ৫ আগস্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর সালাহ উদ্দিনও আত্মগোপনে চলে যান।
আত্মগোপনে যাওয়ার দুই মাস আট দিন পর সালাহ উদ্দিন ফেসবুকে পোস্ট করেন, যা নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত পোস্টটিতে সাত হাজারের বেশি মন্তব্য জমা হয়েছে। অনেকেই সালাহ উদ্দিনের ফাঁসির দাবি করেছেন এবং কটাক্ষপূর্ণ সমালোচনা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘বাহ্ বাহ্। এত মানুষের রক্তের জবাব দেওয়া ছাড়াই দোয়া?’ অন্য একজন লিখেছেন, ‘দেশে আসেন ভাই, গুলির হিসাব দিয়ে যান।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আল্লাহ আপনাকে ফাঁসির জন্য কবুল করুক।’
সালাহ উদ্দিন লক্ষ্মীপুর পৌরসভার সাবেক আলোচিত মেয়র প্রয়াত আবু তাহেরের ছেলে এবং চার শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি। তিনি পুলিশের ওপর হামলার মামলাতেও অভিযুক্ত। গত শনিবার মেসেঞ্জার অ্যাপে এক সংক্ষিপ্ত কথোপকথনে তিনি বলেন, ‘আমি সৌদি আরবে আছি। ছাত্রদের ওপর আমি গুলি করিনি, গুলি করেছি ওপরের দিকে। আত্মরক্ষার জন্য এবং পরিবারকে সুরক্ষার জন্য লাইসেন্স করা অস্ত্র ব্যবহার করেছি। হত্যার সঙ্গে আমি জড়িত নই। রাজনৈতিকভাবে আমাকে ধ্বংস করতে অপপ্রচার চালানো হচ্ছে।’ সৌদি আরবে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দ্রুত সংলাপ শেষ করে ফোন কেটে দেন।
0 Comments