ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এবার অবরুদ্ধ গাজ্জা উপত্যকার একটি শিশু হাসপাতলে বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অজ্ঞাতসংখ্যক মানুষ হতাহত হয়েছে বলে ফিলিস্তিনের সূত্রগুলো জানায়।
গতরাতে ইসরাইলি সেনারা গাজ্জায় বিরামহীনভাবে বিমান হামলা চালায়। তার অংশ হিসেবে আল-রানতিসি শিশু হাসপাতালে হামলা চালানো হয়।
তাছাড়া, গাজ্জার রাফা এলাকার একটি আবাসিক ভবনে বিমান হামলায় ১৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর পাশাপাশি গাজ্জার জাবালিয়া শরণার্থী শিবিরের আরেকটি বাড়িতে ইহুদিবাদীদের বিমান হামলায় তিনজন শহীদ এবং কয়েকজন আহত হন। খান ইউনুস শহর এবং দক্ষিণ গাজ্জায়ও ভয়াবহ বিমান হামলার খবর পাওয়া যায়।
গেল ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজ্জা উপত্যকার উপর নির্বিচারে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তারা গাজ্জার হাসপাতাল, আবাসিক ভবন, মসজিদ, গির্জা, এমনকি স্কুল ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অফিসে পর্যন্ত হামলা চালিয়েছে। জেনেভা কনভেনশনে হাসপাতালের ওপর হামলা চালানোর বিষয়টি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলেও ইহুদিবাদী ইসরাইল তা মানছে না।
সূত্র : পার্সটুডে
0 Comments