সর্বশেষ

3/recent/ticker-posts

Click for Earn

বায়তুল মোকাররমের নতুন খতিবকে আলেম সমাজের অভিনন্দন।Baitul Mukarram news

 বায়তুল মোকাররমের নতুন খতিবকে আলেম সমাজের অভিনন্দন।Baitul Mukarram news

দেশের খ্যাতিমান আলেম ও ইসলামী আইন বিশেষজ্ঞ মুফতি মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক বায়তুল মোকাররম জাতীয় 

মসজিদের নতুন খতিব হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি হাদিসশাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক লেখালেখির মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক মসলিম সমাজে পরিচিত। আজ শুক্রবার (১৮ অক্টোবর) ধর্মমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তার এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

দেশের বিশিষ্ট এই ইলমি মুহাক্কিক আলেমকে জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ দেওয়ার খবরে সর্বত্র উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনলাইন এবং অফলাইনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন।

মাওলানা মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক (হাফি.)-এর নিয়োগকে স্বাগত জানিয়ে দেশের আলেমসমাজও শুভেচ্ছা জানিয়েছেন।

মারকাযুশ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মীযানুর রহমান সাঈদ বলেন, "বন্ধুবর আল্লামা মুফতী আব্দুল মালেক হাফি. কে জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ দেওয়া একটি মহান সিদ্ধান্ত। তিনি দক্ষ ও যোগ্য খতিব হিসেবে জাতিকে উপকৃত করবেন। রাব্বে কারীম তাকে এ দায়িত্ব পালনে হিকমাহ ও বিচক্ষণতা দান করুন।"

আস্-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, "মাওলানা আব্দুল মালেক হাফি. একজন বিশিষ্ট হাদিসশাস্ত্রবিদ এবং অত্যন্ত বিনয়ী আলেম। তার এই নিয়োগ মুসলিম উম্মাহর জন্য একটি আশীর্বাদস্বরূপ। আল্লাহ তাকে মুসলিম সমাজের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।"

মিরপুর আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, "মুফতি আব্দুল মালেক সাহেব ফিকাহ ও হাদিসে বিশেষজ্ঞ। তার নিয়োগে জাতীয় মসজিদের মিম্বার থেকে ইসলামিক শিক্ষার গভীর আলোচনা শোনা যাবে।"

হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, "মাওলানা আব্দুল মালেক হাফি. একজন উচ্চমানের আলেম, এবং তার খতিব নিযুক্ত হওয়া জাতির জন্য সৌভাগ্যের বিষয়।"

প্রবাসী আলেম শায়খ আব্দুল মতিন আজহারী বলেন, "মুফতি আব্দুল মালেকের মতো বিজ্ঞ আলেমকে জাতীয় মসজিদের খতিব হিসেবে নিযুক্ত করা একটি প্রশংসনীয় পদক্ষেপ। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।"

Post a Comment

0 Comments