সর্বশেষ

3/recent/ticker-posts

Click for Earn

খুলনা-৬: মিছিল করে মহড়া দেওয়ায় বিএনএম প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ। News today

BD News,news,news today,local news,breaking news headlines,news today in the world,news trump,google news world,breaking news headlines today,yahoo news,BBC,somoy tv,ajker kobar,usa today news,today news,trump today news,ukraine today news,india today news,prince harry today news,russia today news
আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও মহড়া দেওয়ায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী নেওয়াজ মোরশেদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল রোববার এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কয়রা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এই নোটিশ দেন।

নোটিশে নেওয়াজ মোরশেদকে কাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা তিনটার মধ্যে সংশ্লিষ্ট আদালতে সশরীর বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 নোটিশে উল্লেখ করা হয়েছে, গত শনিবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে শতাধিক মোটরসাইকেল ও সহস্রাধিক লোকজন নিয়ে কয়রা বাজারে মিছিলসহকারে শোডাউন (মহড়া) করেছেন বিএনএমের মনোনীত প্রার্থী নেওয়াজ মোরশেদ। এতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যা বিভিন্ন মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে আসে। প্রার্থীর এমন কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ বিধি ৮ (ক) ও ১২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন করেছে।

 

এ বিষয়ে বিএনএমের মনোনীত প্রার্থী নেওয়াজ মোরশেদের প্রতিনিধি কয়রা উপজেলা বিএমএমের সভাপতি সিরাজুদ্দৌলা লিংকন প্রথম আলোকে বলেন, নেওয়াজ মোরশেদের কয়রায় আসার খবরে তাঁর শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা উপজেলা সদরে সমবেত হন। তাঁরা নেওয়াজ মোরশেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাঁরা দলীয় নেতারা ওই দিন একত্রে বসেছিলেন ওখানে। অন্য কাউকে আহ্বানও করা হয়নি। তবে যেটা হয়েছে, তার জন্য তাঁরা দুঃখিত। আগামী যে অবশিষ্ট দিনগুলো আছে, তাঁরা আচরণবিধি ভঙ্গ করবেন না।

 

 copy from prothomalo

 

Post a Comment

0 Comments