সর্বশেষ

3/recent/ticker-posts

Click for Earn

জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারির বিচার শুরু ।BD NEWS

 

BD News,news,news today,local news,breaking news headlines,news today in the world,news trump,google news world,breaking news headlines today,yahoo news,BBC,somoy tv,ajker kobar,usa today news,today news,trump today news,ukraine today news,india today news,prince harry today news,russia today news
রাজধানীর রামপুরা থানায় পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৭ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আরও রয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহ।

 এছাড়াও মামলাটিতে অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় ৪৫ জনকে অব্যাহতি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী এসএম কামাল উদ্দিন।

জানা যায়, ২০১২ সালের নভেম্বর মাসের জামায়াতের ডাকা হরতালে গাড়ি ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। এরপর মামলাটি তদন্ত করে ১২৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার প্রথম চার্জশিটে মিয়া গোলাম পরওয়ারের নাম ছিল না। পরবর্তীতে সমপূরক চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়।

 

আরো জানুন এখানে


 

Post a Comment

0 Comments