অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের নির্দয় গণহত্যায় মার্কিন প্রশাসন ও তার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণ রয়েছে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
লেবাননে এই সংগঠনের প্রতিনিধি ওসামা হামদান রোববার বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের হাত গাজাবাসীর রক্তে রঞ্জিত হয়েছে। গাজা উপত্যকার নিরীহ জনগণের বিরুদ্ধে যে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালানো হচ্ছে সেজন্য তাদেরকে জবাবদিহী করতে হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের বিচার করার আহ্বান জানান ওসামা হামদান। যেসব স্বাধীনচেতা মার্কিন নাগরিক গাজায় ইসরাইলি আগ্রাসন প্রত্যাখ্যান করে নিয়মিত আন্দোলন করছেন তাদের ভূয়সী প্রশংসা করেন হামাসের এই পলিটব্যুরো সদস্য। তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব স্বাধীনচেতা নাগরিক ইসরাইলি অপরাধযজ্ঞকে প্রত্যাখ্যান করেছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা বাইডেন ও তার দলের প্রার্থীদের ভোট দেবেন না। সেইসঙ্গে বিভিন্ন অঙ্গরাজ্যের অন্যান্য যেসব প্রার্থী ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি গণহত্যাকে সমর্থন করে তাদেরকেও ভোটদানে বিরত থাকুন। ” গাজায় নির্দয় আগ্রাসন ও গণহত্যা চালানো সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইল ওই উপত্যকায় নিজের একটি লক্ষ্যও অর্জন করতে পারবে না বলে আবারও প্রত্যয় জানান ওসামা হামদান। তিনি বলেন, “সাময়িক যুদ্ধবিরতির আগে প্রায় ৫০ দিনে ইহুদিবাদীরা গাজায় কোনো কিছু অর্জন করতে পারেনি এবং পরেও তারা তা পারবে না; তাতে এ যুদ্ধ যতদিনই দীর্ঘায়িত হোক না কেন।” হামাস নেতা বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শুধু পরাজয়ের স্বাদ আস্বাদন করতে হবে এবং আরো বেশি দখলদার সেনার লাশ, ধ্বংসপ্রাপ্ত ট্যাংক ও সাঁজোয়া যান গাজা উপত্যকা থেকে সরিয়ে নিতে হবে।
পার্সটুডে
0 Comments