ইউপি নির্বাচনের হাওয়া ঘুরপাক খাচ্ছে সাড়া দেশে।
দ্বীনি জ্ঞান থাকবে তো দূরের কথা,যারা নিজের নামটি পর্যন্ত লিখতে পারবেনা,তারাও আজ জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেছে।
তাই নাঈবে নবী উলামায়ে কেরাম নির্বাচনের মাঠে-ময়দানে কাজ শুরু করেছেন। আর ইসলামের নীতি হলো হক্কানী উলামায়ে কেরাম জাতির নেতৃত্ব দিবেন।
কারণ তাদের মাধ্যমে-ই- দেশে আসা সম্ভব। আলহামদুল্লিাহ, ইদানিং পরিলক্ষিত হচ্ছে-েইউপি নিবার্চনকে সামনে রেখে শত বাঁধা থাকাও সত্বেও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন উলামায়ে কেরাম।
এমন একজন ব্যক্তি হলেন মুফতি জামিল ক্বাসেমী কাঞ্চনপুরী। ইলম-আমল,রাষ্ট পরিচালনাসহ অনেক গুনে ভরপুর যিনি। অনেক বাঁধা এড়িয়ে ইউনিয়ন নির্বাচনে বড়লেখার ৭নং তালিমপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে দাড়াবেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন আল্লাহ আমার সহায়।জনগণ আমার বন্ধ। তাই আল্লাহ তায়ালার ইচ্ছে হলে জনগণের ভালোবাসায় কামিয়াব হওয়ার আশা করি।
0 Comments